
আপনি যদি নদী,নৌকা এবং ফুলকে ভালবাসেন, আর যদি বাজেট ১০০০ এর মধ্যে হয় তাহলে এটাই হতে পারে আপনার জন্য বেষ্ট।
ভাবুন, একটি বিকেলে বিলের পানির মধ্যে চারপাশে শুধু পদ্মফুল, বিলের ঝরঝরে ঠান্ডা বাতাস,আপনি নৌকায় ঘুরছেন,অনুভূতি কি হবে ? প্রত্যেকদিন অনেক দর্শনার্থীর ভিড় জমে এই বিলে।
#যেভাবে_যাবেনঃ
——————————-
ঢাকা গুলিস্তান থেকে টুংগীপাড়া এক্সপ্রেসে খুলনার সোনাডাঙ্গা, ভাড়া ৪০০ টাকা । রাতের শেষ বাসে টিকিট কাটলে ভাল হবে। তারপর জন প্রতি ২০ টাকা দিয়ে ইজিবাইকে অটোতে করে জেল খানা ঘাট , ২ টাকা দিয়ে নদী পার হয়ে সরাসরি তেরখাদার বাস । ভাড়া ৪০ টাকা তেরখাদা বাজার । বাস থেকে নেমে চা খান,ভাল লাগবে। এবার তেরখাদা ব্রীজ পার হয়ে তেরখাদা-ঢাকার (সায়েদাবাদ) একমাত্র সেমি চেয়ারকোচ বাস হামিমে টিকিট কেটে ফেলুন। রাতে ছাড়ে (সময়টা জেনে নিবেন) , ভাড়া ৩০০ টাকা। যে কাউকে বললে দেখিয়ে দিবে কাউন্টার। সেখান থেকে ভ্যানে ৫ টাকা করে পদ্ম বিল ।
ভ্যানওয়ালাকে বলবেন যে আমরা পদ্মবিলে ঘুরবো তাহলে ভ্যানওয়ালা স্পটে নামিয়ে দিবে । ভ্যানে চড়ে কিছুদূর গেলেই আপনারা দেখতে পাবেন অসংখ্য বাইক এবং প্রাইভেটকার রাস্তার পাশে দাঁড়িয়ে নৌকায় পদ্মবিল ঘুরছে । বিলে খুব রোদ তাই সব সময় চেষ্টা করবেন বিকালের দিকে ঘুরতে , তাহলে বেশি মজা পাবেন । বিকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ঘুরলেই যথেষ্ট । চুক্তি করে নিবেন যে আমরা এক ঘন্টা ঘুরবো , ৪০০-৫০০ টাকা নিবে । আসলে ওরা যার কাছ থেকে যা নিয়ে পারে । তাই সেখানে না গেলে সঠিক টাকার অংক বলা মুশকিল । ( আমার নিজের গ্রাম তো তাই নৌকায় ঘুরতে টাকা লাগে না 🙂 কি হিংসা হয় ? 😛 ) একটা নৌকায় ৪ থেকে ৫ জন বসতে পারবেন ।

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ভ্যানে ৫ টাকা করে চলে আসুন তেরখাদা বাজার। তারপর সেখানের বিখ্যাত সন্দেশ,দই এবং কাটা বরফ খান। খেতে ভালো লাগবে । তেরখাদা বাজার অনেক বড়,ঘুরে ফিরে দেখুন,ব্রীজের উপর বসে আড্ডা দিন। অনেক ভাল লাগবে। এবার সরাসরি উঠে পড়ুন ঢাকার বাসে । ( আর যদি টিকিট কাটতে না পারেন তাহলে খুলনা থেকে যেভাবে এসছিলেন সেভাবে আবার খুলনা সোনাডাংগা গেয়ে টিকিট কাটুন )।
——————————-
#খরচাদি_একত্রে
ঢাকা-খুলনাঃ ৪০০ টাকা
সোনাডাংগা-জেলখানাঘাটঃ ১৫ টাকা
নৌকা পারাপারঃ ২ টাকা
ওপার থেকে বাসে তেরখাদাঃ ৪০ টাকা।
ভ্যানে পদ্মবিলঃ ৫ টাকা
নৌকা ভাড়াঃ ১০০ টাকা ( ৪ জন হিসাবে জনপ্রতি)
পদ্মবিল থেকে তেরখাদা বাজারঃ ৫ টাকা।
তেরখাদা-ঢাকাঃ ৩০০ টাকা।
——————————-
#মোটঃ ৮৬৭ টাকা (খাওয়া বাদে)
আর আপনি চাইলে খাবার সহ ১০০০ এর মধ্যে কভার করতে পারবেন।
——————————-
#বিশেষ_দ্রষ্টব্যঃ গ্র্রুপের রিয়মানুযায়ী ৫ টির বেশি ছবি পোষ্ট করতে পারছি না । আরো বেশি ছবি দেখতে চাইলে আমার আইডিতে যেতে পারেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট বা ইনবক্স করতে পারেন। উত্তর দেবার চেষ্টা করব ইনশা আল্লাহ।
——————————-
#সতর্কতাঃ দয়া করে ফুল ছিঁড়বেন না, কারণ এই ফুল আছে বলেই বিল টা দেখতে এত সুন্দর লাগে , এ ফুল থেকে ফল হয়, সেই ফলে অনেকে বিক্রি করে জীবিকা নির্বাহ করে । আপনারা চাইলে ফল ছিড়ে বিলে নৌকার উপর বসে পদ্মডালিম খেতে পারেন।