
একদিনের রিলাক্স ট্যুর
Place : Sugondha Floating Restaurant
লোকেশন: নবাবগঞ্জ, ঢাকা
বিস্তারিত: ঢাকার আশেপাশের লকডাউনে থেকে যারা একঘেয়ে হয়ে গেছেন তাদের জন্য এই রেস্টুরেন্টে হতে পারে প্রথম চয়েজ
যেভাবে আসবেন: ঢাকার গুলিস্তান থেকে বাসে (যমুনা ডিলাক্স অথবা এন মল্লিক পরিবহন) করে চলে আসুন বান্দুরা ।এটি এই বাসগুলোর শেষ। বান্দুরা নেমে সেখান থেকে একটি সিএনজি অটোরিক্সা রিজার্ভ করে চলে আসুন এই সুগন্ধা স্পোটিং রেস্টুরেন্টে। জনপ্রতি ভাড়া নিবে 25 থেকে 30 টাকা রিজার্ভ নিলে 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন।
রেস্টুরেন্ট সম্পর্কে বিস্তারিত:
রেস্টুরেন্টে এন্ট্রি ফি 30 টাকা। খাবার নিতে চাইলে আলাদা পে করতে হবে । রেস্টুরেন্টের শেষপ্রান্তে পদ্মা নদীর একটি ভিউ যা আপনার রিফ্রেশমেন্টের জন্য যথেষ্ট।
এর থেকেও বিস্তারিত কেউ জানতে চাইলে আমার ভিডিওটি দেখে আসতে পারেন।
NB – বন্যার পানি একটু বেশি তাই পানি কমলে তারপর যাবেন।আর সন্ধ্যা এর আগেই বাসার উদ্যেশে রওনা দিবেন। ছবিগুলো একটু ওভার সিচুরেটেড। তবে বাস্তবে জায়গাটা খুব সুন্দর
লিখেছেনঃ Mondal Dipta